নৌকাবাইচ দেখতে এসে নিখোঁজ, চাচা-ভাতিজাসহ ৩ জনের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবচরে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চাচা-ভাতিজাসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার দুই দিন পর বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন—ময়মনসিংহের পাগলা থানার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৬) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। অন্যজন হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম মিয়া (৩০)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, সকাল ৬টার দিকে হোসেনপুর খুরশীদ মহল সেতুর কাছে দুই জনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেন। এরপর সকাল সাড়ে ৮টার দিকে সাহেবেরচর থেকে তিন কিলোমিটার দূরে পার্শ্ববতী ময়মনসিংহের নান্দাইল উপজেলার নামখাইল এলাকায় শামীমের লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা গেছে, প্রতি বছরের মতো গত সোমবার সিদলা ইউনিয়ন আওয়ামী লীগ সাহেবচর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারও মানুষের ঢল নামে। সেদিন বিকাল পৌনে ৬টার দিকে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে তিন জন নিখোঁজ হন। দুই দিন পর আজ তাদের লাশ উদ্ধার করা হয়েছে।