শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু অপহরণের মামলায় আকাশ ওরফে আসাদুল্লাহ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় দুই জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ‘ফতুল্লার মুসলিমনগর এলাকায় একটি স্পিনিং মিলে চাকরি করতেন সারোয়ার মোল্লার স্ত্রী খোরশেদা বেগম ও খোরশেদার বড় বোন জাহেদা বেগম। জাহেদার সঙ্গে আকাশের ফোনে পরিচয় হয়। এর মধ্যে ২০১৩ সালের ২২ নভেম্বর রাতে খোরশেদার বাড়িতে বেড়াতে আসেন আকাশ। এ সময় চুল কাটার কথা বলে খোরশেদার ছেলে আবু রায়হানকে নিয়ে যান। এরপর রায়হানকে নিয়ে আর বাড়ি ফেরেননি আকাশ। পরে জিম্মি করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ অপহৃত শিশুকে উদ্ধার করে।’