যুবদলকর্মী শাওনের দাফন সম্পন্ন 

মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনের (২৫) লাশ দাফন করা হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুরমা মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মুরমা সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতা ও এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন। মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব এ তথ্য জানান।

শাওনের ছোট ভাই মো. সোহান ভূঁইয়া জানান, শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শাওনের লাশ হস্তান্তরের পর বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ওইদিন সন্ধ্যায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ মুন্সীগঞ্জের মিরকাদিমের মুরমা এলাকায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত যুবদলকর্মী শাওন বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।