‘আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিয়ে জবাব দেবে’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির নেতারা বলে, বাংলাদেশ থেকে তারা পাকিস্তান আমলে ভালো ছিল। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বিজয়ী করে জবাব দেবে।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শরীয়তপুরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পুলিশ সুপার মো. সাইফুল হক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, এলজিইডির প্রকল্প পরিচালক মো. আব্দুল হাকিম, শরীয়তপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

জানা গেছে, ৬৬৫০ দশমিক ৪০ বর্গফুটের তিন তলা বিশিষ্ট  শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি ৩৩ লাখ ৫৪ হাজার ৩৮৭ দশমিক ২৬ টাকা ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবন নির্মাণে ব্যয় হয়েছে দুই কোটি সাত লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা।