ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতারের পর আদালতে তোলা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি গজারিয়া উপজেলা ছাত্রলীগের একটি পদে ছিলেন।

গজারিয়া থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার ওই পোস্টে ধর্ম নিয়ে কটূক্তি করা হয়। পোস্টটি দেখার পর এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়।

তিনি আরও জানান, গজারিয়া উপজেলা শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ইউনুস প্রধান থানায় একটি লিখিত অভিযোগ দিলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে নিজের অবস্থানে অনড় থাকেন অভিযুক্ত যুবক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ ইউনুস প্রধান বলেন, তার এই পোস্টের কারণে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টিকে ইস্যু বানিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তিনি নিজে থানা অভিযোগ করেছেন। যাতে আইনের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করেছে পুলিশ।