বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেলো ৬ জনের

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর গুরুতর আহত কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার আরও তিন জনকে মৃৃত ঘোষণা করেছেন। 

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মাইক্রোবাসের চালক কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫২), পাবনা জেলার বাসিন্দা বিএডিসির যুগ্ম-পরিচালক (সার) জহিরুল ইসলাম (৫০), বগুড়া সদরের জলসিঁড়ি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রিফাত (৩৫), রিফাতের মা রুবি বেগম (৬৫) ও নাটোর সদরের বড়াই গ্রামের আব্বাস আলীর ছেলে তামিম (৭)। 
  

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।