মায়ের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে সন্তানকে অপহরণ

সাভারের আশুলিয়ায় মাকে বিয়ে করার জন্য তার সাত বছরের শিশুসন্তানকে অপহরণ করেছে শফিকুল ইসলাম নামে এক যুবক। ঘটনার চার দিন পর কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বোয়ালমারিচর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার ও শিশুসন্তানকে উদ্ধার করেছে র‌্যাব-৪।

গ্রেফতার শফিকুল (৩৬) ফুলবাড়ীর বোয়ালমারিচর এলাকার মৃত আইনুল হকের ছেলে। আশুলিয়ায় বসবাস করে পোশাক কারখানায় চাকরি করতো শফিকুল। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে তাকে আশুলিয়ায় থানায় হস্তান্তর করে র‌্যাব।

র‌্যাব জানায়, অপহরণের শিকার শিশুটির বাসায় যাতায়াত ছিল শফিকুলের। এরই মধ্যে শিশুর মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রবিবার (২ অক্টোবর) মা কারখানায় কাজে গেলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় শফিকুল। এরপর থেকে শিশুটির মাকে বিয়ে করার জন্য চাপ দেয়। একপর্যায়ে ওই নারী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ র‌্যাবের কাছে পাঠানো হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে কুড়িগ্রামের ফুলবাড়ীর একটি বাসা থেকে শফিকুলকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে শিশুটিকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২-এর উপপরিদর্শক (এসআই) মো. সাজেদুল ইসলাম সোহাগ বলেন, ‘প্রতিবেশী হওয়ায় ওই নারীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তার শিশুসন্তানকে অপহরণ করে নিয়ে যায় শফিকুল। মূলত শিশুটির মাকে বিয়ে করার জন্যই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে ওই যুবক স্বীকার করেছে। বিকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’