নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ শহরের কদমতলা শীতলক্ষ্যা এলাকার একটি পাটের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় মেসার্স শারমিন জুট বেলার্স নামে একটি পাটের গুদামে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে পাটের গুদামে আগু লেগেছে বলে কে বা কারা চিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয়রা দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। গুদামে বিপুল পরিমাণ পাট রাখা ছিল, সেগুলো পুড়ে গেছে। 

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে আগুন আর বাড়বে না। পাটের আগুন হওয়ার নেভাতে একটু সময় লেগেছে। এখনও কাজ চলছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। 

তিনি আরও জানান, রাত ২টা ১৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কীভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা সম্ভব না। পরে বলা যাবে।