পুলিশ আসার খবরে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ আসার খবরে স্ত্রীর লাশ ফেলে পালিয়েছেন এক স্বামী। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠায়।

সোমবার (৩১ অক্টোবর) উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের মিরাজ শেখের ছেলে মাহবুর শেখ (৩০) স্ত্রী রিপা বেগমকে (২৬) বেলা ১২টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরি বিভাগের খাতায় নাম অন্তর্ভুক্ত করেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে থানায় ফোন দিলে পুলিশ আসার খবরে পালিয়ে যায় রিপার স্বামী মাহবুর।

গৃহবধূ রিপার পিতা পার্শ্ববর্তী সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়খারদিয়া গ্রামের ওসমান শেখ বলেন, ছয় বছর আগে রিপার বিয়ে হয় মাহবুর শেখের সঙ্গে। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। মাঝে মধ্যে যৌতুকের জন্য রিপাকে মারধর করে টাকা আনতে পাঠাতো আমার বাড়ি। মেয়ের জামাইকে গত বছর কিছু টাকাও দিয়েছি। দুইদিন আগেও ধান চালসহ একটি ছাগল দিয়েছি রিপাকে। সোমবার ১২টার দিকে মাহবুর আমার ছেলে মিরাজুলকে (রিপার ভাই) ফোন করে বলে,  তোমার বোন মারা গেছে। খবর পেয়ে আমরা এসে দেখি লাশ হাসপাতালে। লাশের কাছে রিপার স্বামী বা বাড়ির কোনও লোকজন নাই।

উপপরিদর্শক উত্তম কুমার সেন বলেন, পুলিশ হাসপাতালে যাওয়ার খবর পেয়ে মাহবুর শেখ পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশকে লাশের খবর দিলে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। তবে হাসপাতাল থেকে বিষপানের রিপোর্ট দিয়েছে।