অপহরণ নয়, চিকিৎসক কাউসারকে হেফাজতে নিয়েছে ডিবি

কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহরণ হননি বলে জানিয়েছেন হাসপাতালটির অধ্যক্ষ ডা. আ ন ম নৌশাদ খান। তিনি জানান, জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন।

আ ন ম নৌশাদ খান বলেন, কাউসারের বাবাকে ঢাকার ডিবি অফিস থেকে জানানো হয়েছে, তার ছেলে তাদের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে ঢাকা ডিবি অফিসে যেতে বলা হয়েছে। তার বাবা আমার কাছে এসেছিল, আমিও বলেছি ডিবি অফিসে যেতে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার ‘মেডিকস কোচিং সেন্টার’ থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাত লোকজন। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তিনি জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে।

গতকাল বাংলা ট্রিবিউনের হাতে এই ঘটনার সিসিটিভির একটি ফুটেজ আসে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন মিলে তাকে কোচিং সেন্টার থেকে স্বাভাবিকভাবে বের করে একটি কালো মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।