আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভাই ভাই সিনেমা হল এলাকায় এই ঘটনা ঘটে।

তন্ময় ওই ওয়ার্ডের আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে। সে সখিপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় তন্ময় স্থানীয় তালুকদার ভিলা নামের চার তলা ভবনের ছাদে কাঁচা বাঁশের সঙ্গে আর্জেন্টিনার পতাকা বেঁধে টানাতে যায়। এ সময় ভবনের ওপর দিয়ে বিদ্যুতের তারের সঙ্গে কাঁচা বাঁশের স্পর্শ হয়। এতে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘পতাকা টানাতে গিয়ে ওই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’