দোকানে মিললো কাবিখার ৫০ বস্তা চাল 

গাজীপুরের রাজেন্দ্রপুরে মুদি দোকান থেকে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ৫০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় দোকান মালিক ব্যবসায়ী মাসুম কৌশলে পালিয়ে যান। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকার (গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট) এক মুদি দোকান থেকে এসব চালের বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড (শিমুলতলী) উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বিদ্যুৎ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।।

দোকান মালিক ব্যবসায়ী মাসুম (৪৫) রাজেন্দ্রপুর সেনানিবাসস্থ গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের দোকান (নম্বর-ক/৬৫) ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন।

কামরুজ্জামান বিদ্যুৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজেন্দ্রপুর সেনানিবাসের গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেটের ব্যবসায়ী মাসুমের (দোকান নম্বর-ক/৬৫) দোকানে অনুসন্ধান চালানো হয়। এ সময় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ৩০ কেজি ওজনের ৫০ বস্তা চাল বিক্রির জন্য মজুতের প্রমাণ মিলে। বিষয়টি গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড মার্কেট কমিটির সদস্য আবুল বাশার ও মিজানুর রহমানকে জানানো হয়।

পরে এ বিষয়ে ব্যবসায়ী মাসুমকে জিজ্ঞাসাবাদ করলে কোনও কাগজপত্র দেখাতে না পেরে কৌশলে পালিয়ে যান।      

জয়দেবপুর থানার ওসি মাহতাব উদ্দিন বলেন, ৩০ কেজি ওজনের ৫০টি বস্তায় দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার চালের বস্তা পুলিশ হেফাজতে থানায় রয়েছে। এসব সরকারি চাল দোকানে বিক্রি ও মজুতের নিয়ম নেই। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।