বিএনপির মিছিল থেকে মোটরসাইকেলে আগুন ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির ঝটিকা মিছিল থেকে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া ওই মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের শ্রীনগর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের এক এসআই আহত হয়েছেন বলে দাবি করেছেন শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম। 

শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দাবি করেন, বাইপাস এলাকায় একটি মিছিল করেছে বিএনপি। সেটা আমি কিছুক্ষণ আগে শুনেছি। তবে কারা করেছে সেটি জানা নেই।

ওসি আমিনুল ইসলাম দাবি করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের শ্রীনগর বাইপাস এলাকায় ঝটিকা মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন দেয় ও ৭-৮ টা যানবাহন ভাঙচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে করতে চলে যায়। ইটের আঘাতে শ্রীনগর থানার এসআই মোহাম্মদ সাইফুল আহত হয়। তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।