ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কের পাশ থেকে এগুলো উচ্ছেদ করা হয়। 

উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগ (সওজ) ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাইন উদ্দিন।

এ সময় নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিএম রাশেদুল ইসলাম,উপ বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেনসহ গজারিয়া থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথের ঢাকা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মো. মাইন উদ্দিন জানান, ভবেরচর বাস স্ট্যান্ডেের ঢাকামুখী সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে।