স্ত্রী হত্যা মামলায় স্বামী রিমান্ডে

মুন্সীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে করা মামলায় স্বামীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক শহিদুল ইসলাম।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ওই মামলার প্রধান আসামি ফেরদৌস হাসানের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার এনায়েতনগর এলাকার গৃহবধূ তানহা মাহমুদাকে গত রবিবার রাত ১২টার দিকে অচেতন অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার স্বামী ফেরদৌস হাসান। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ মহিউদ্দিন পর দিন মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।