‘ফারুক ভাই যুদ্ধের সময় বন্দুক ধরে নাই, তাকে একুশে পদক দেওয়া ঠিক হয়নি’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘এখন যারা এমপি হয়েছেন তারা এমপি হওয়ার যোগ্য নন। আমার লেজ ধরার চেষ্টা কইরেন না। আমি কারও লেজ ধরি না। বঙ্গবন্ধু মারা যাওয়ায় দেশের এবং কার কি ধরনের ক্ষতি হয়েছে, তা জানি না। তবে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বেঁচে থাকবো। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ১৯৭২ সালের ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদানের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জয় বাংলা একটাই, সেটা বিএনপি ও জাতীয় পার্টি সবারই উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন জয় বাংলা আছে, জয় বাংলা থাকবে। বঙ্গবন্ধু ২৪ জানুয়ারি টাঙ্গাইলে এসে অস্ত্র জমা নিয়েছিলেন। অস্ত্র জমা দিলাম বিন্দুবাসিনী স্কুল মাঠে অথচ এখানে কোনও চিহ্ন নেই। টাঙ্গাইলের ডাকবাংলাতে বঙ্গবন্ধু প্রথম এসেছিলেন। গত ১৩-১৪ বছরে বাংলাদেশে অনেক লুটপাট হয়েছে। কিন্তু সরকারি উদ্যোগে টাঙ্গাইলে কোনও মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র হয়নি। এছাড়া নেই আমাদের অস্ত্র জমা দেওয়ার কোনও স্মৃতি চিহ্ন। সেই স্মৃতি ধরে রাখতে স্মৃতিস্তম্ভ করার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হকের কাছে দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক ভাই যুদ্ধের সময় কোনোদিন বন্দুক ধরে দেখে নাই। তাকে একুশে পদক দেওয়া ঠিক হয়নি। ঢাকা থেকে নেতারা আসতে পারেন। কিন্তু টাঙ্গাইলের নেতারা অনুষ্ঠানে আসতে পারেন না। আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে অনুষ্ঠানে পাঠানো হয়েছে। অথচ এখানের অনেক নেতা আসেননি।’

কাদেরিয়া বাহিনীর অস্ত্র জমাদান উদযাপন কমিটির সভাপতি এ এম এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, কবি বুলবুল খান মাহবুব, কবি আল মুজাহিদী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের প্রমুখ।