নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র করে অন্যকোনও উপায়ে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশে এটা অসম্ভব। কারণ এ দেশের জনগণও মনে করেন, ভোট ছাড়া আর অন্যকোনও উপায় নেই।’

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘তারা প্রত্যেকটা বিভাগে ও জেলায় জেলায় বিশাল বিশাল সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি, আপনারা করবেন, কিন্তু মানুষের কোনও অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনও কাজ করবেন না।’

আসাদুজ্জামান খান বলেন, ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জের মতো ব্যতিক্রমী সেবা কার্যক্রম সারা দেশে চালু হলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। পুলিশের মন্ত্রী হিসেবে নই, আমি মনে করি, সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে স্বীকার করবেন পুলিশ ভালো কাজ করছে।’

এ সময় মন্ত্রী হ্যালো পুলিশ মানিকগঞ্জের সুবিধাভোগী কয়েকজনের সঙ্গে থা বলেন। মন্ত্রী কথা বলেন  উপকারভোগী ষাটোর্ধ্ব খেরু মিয়ার সঙ্গে। তিনি মন্ত্রীকে জানান, তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। মাথা গোঁজার আশ্রয় ছিল না। পরে হ্যালো পুলিশ মানিকগঞ্জে এলে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ব্যক্তিগত উদ্যোগে তাকে নিজের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।

মন্ত্রী এর আগে ফলক উন্মোচন ও ফিতা কেটে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।