গরু চুরির মামলায় গ্রেফতার কসাই রিমান্ডে

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরির অভিযোগে এক কসাইকে গ্রেফতারের পর রিমান্ডে পাঠানো হয়েছে। রবিবার (৪ জুন) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠালে বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই কসাইয়ের নাম সাখাওয়াত হোসেন (৩৫)। তিনি জেলার বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।

মির্জাপুর থানার এসআই আবুল বাশার মোল্লা জানান, গত ৩১ মে রাতে উপজেলার ইচাইল গ্রামের জিন্নাহর বাসা থেকে একটি গাভি ও বাছুর এবং সোহেলের বাসা থেকে একটি বাছুর চুরি হয়। পরে জিন্নাহ বাদী হয়ে ৩ মে মির্জাপুর থানায় মামলা করেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, চোরাই মালামাল হেফাজতে রাখার অপরাধে রবিবার ভোরে করটিয়া থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাহমুদুল মহসিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।