সড়কে প্রাণ গেলো হাসপাতালের সার্জারি বিভাগের প্রধানের

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় বাস প্রাইভেটকারের সংঘর্ষে মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নিহত হয়েছেন। তিনি এর আগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ছিলেন।

সোমবার (৪ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এই চিকিৎসককে তার কর্মস্থল মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ারে পাঠানো হলে দুপুরে দেড়টার মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন সোমবার সকালে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে কর্মস্থলে আসছিলেন। পথে মানিকগঞ্জের ভাটবাউর এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস রং সাইড থেকে এসে তার প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক নিজের কর্মস্থল মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। মাথা, কান, নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে এয়ার এম্বুলেন্সে ঢাকা পাঠানো হয়। দুপুর দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

২০১৭ সালের ৭ জুলাই থেকে তিনি মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। পরিবারে এক ছেলে এক মেয়ে রয়েছে।