পাপীদের সময়ে রাষ্ট্রের উন্নয়ন হয়নি: শাজাহান খান

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেছেন, ‘পাপীদের হাতে যখন রাষ্ট্র ছিল, সে সময় রাষ্ট্রের উন্নয়ন হয়নি। অর্থাৎ যারা ধর্ষক, জামায়াত রাজাকার, যারা খুন করেছে, ৩০ লাখ মানুষ হত্যা করেছে, বঙ্গবন্ধু ও তার পরিবারকে যারা হত্যা করেছিল—তারা যখন রাষ্ট্রে ক্ষমতায় ছিল তখন এই রাষ্ট্রের উন্নয়ন হয়নি।’

বুধবার (১৩ মার্চ) সকালে মাদারীপুর শিল্পকলা একাডেমিতে মাদারীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো অনুষ্ঠানে সনদপত্র প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বীরত্বগাথা শোনানোর অনুষ্ঠান

এদিন তিন শতাধিক শিক্ষার্থী সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস শোনানোর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবাবায়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ নুরুল আমিন, মাদারীপুরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, সাবেক পৌর মেয়র নূরে আলম বাবু চৌধুরী, সাবেক পৌর মেয়র ও মুক্তিযুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান খান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটির) মোসা. তানিয়া ফেরদৌসসহ মুক্তিযোদ্ধা ও শিক্ষক-শিক্ষার্থীরা।