কিছু দল পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাচ্ছে, সংস্কারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসনের কোনও ধরনের পরিকল্পনা হলে তা কঠোর হাতে রুখে দেবে এনসিপি। গত ১৫ বছরে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল। তাদের নির্যাতন-জুলুম সম্পর্কে জানে দেশের মানুষ। সে হিসেবে আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না। আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে তাদের দলের নিবন্ধন বাতিল করা হোক।’

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ও একটি গণপরিষদ নির্বাচনের কথা বলছি আমরা। গণঅভ্যুত্থানের পর যদি আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত না হয়, তাহলে দেশে আরেকটি ফ্যাসিবাদের উত্থান হতে পারে। তাই নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।’

সংস্কারের নানা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা চাই না পুরোনো সেই সিস্টেমে আবার ফিরে যেতে। কিন্তু কিছু দল পুরোনো বন্দোবস্তের দিকে ফিরে যাচ্ছে। তারা সংস্কারের প্রতি অনাগ্রহ দেখাচ্ছে। যে যতই অনাগ্রহ দেখাক, আমরা সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাবো। নারায়ণগঞ্জের নেতাকর্মীদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জের অনেক ভাইবোন শহীদ ও আহত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি দেশের একটি নতুন দল এবং নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় দেশকে নতুনভাবে গড়তে এই দল প্রতিষ্ঠিত হয়েছে।’ 

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী ও সদস্য আহমেদুর রহমান তনু প্রমুখ।