জুলাই অভ্যুত্থানকে কিছু গোষ্ঠী ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে: নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানকে কতিপয় গোষ্ঠী তাদের ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে।’

শুক্রবার (১৬ মে) বিকালে নরসিংদী পৌর ঈদগাহে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি নয়। কারও একক কৃতিত্ব না। এটি দেশের সব শ্রেণিপেশার মানুষের লড়াই সংগ্রামের ফল।’

এ দেশে সব শ্রেণিপেশার মানুষ সমান অধিকার পাবে উল্লেখ করে তিনি আওয়ামী লীগ বিরোধী গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

এ সময়, সমাবেশে আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও স্থানীয় নেতাকর্মীরা।