আশুলিয়া মহাসড়কে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডি-ইপিজেড এলাকার সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার রাতে মহাসড়কের পাশে লাব্বাইক পরিবহনের একটি বাস পার্কিং করে রাখা হয়। হঠাৎ বাসটি থেকে ধোঁয়া বের হতে থাকে এবং মুহূর্তের মধ্যেই পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ডি-ইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।