মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ৭

মাদারীপুরের নির্বাচন পরবর্তী সহিংসতায় সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সকালে মাদারীপুর সদরের কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

মাদারীপুর

গুলিবিদ্ধরা হলেন হাসান (৩০), রাকিব (১৮), আলতাজ(২৬), রুবেল (২৩), নাঈম (১৭), কামাল (৩৫) ও আবুল কালাম। আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানান, দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সাহেব আলী। এর আগে এই নির্বাচনে সাহেব আলীকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার সাবেক চেয়ারম্যান ইসমাইল মাস্টার। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা না করায় সাহেব আলীর পরাজয় ঘটে বলে সমর্থকদের অভিযোগ। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হন।

ওসি জানান, সাহেব আলীর সমর্থকরা ইসমাইল মাস্টারের বাড়িতে হামলা করে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাদের ফরিদপুর ও ঢামেকে পাঠিয়ে দেন। 

/এইচকে/