বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত, আহত ৮

কালিগঞ্জে দুর্ঘটনাঝিনাইদহে বাসের চাপায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট যাত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলাম ও রোজিনা বেগম নামের দুই জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার বিকালে কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে গড়াই পরিবহনের দ্রুতগামী একটি বাস (পাবনা ব ০২-০০১৭) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সামনাসামনি চাপা দিলে সেটি দুমড়ে চুমড়ে যায়। এ সময় ইজিবাইকে থাকা অজ্ঞাতনামা দুই যাত্রী নিহত হয়। পরবর্তীতে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের  একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।  ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ মারা যান।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দুর্ঘটনায় আহতরা হলো সেলিম (২৬), রফিকুল ইসলাম (২০),বাকের আলী (৪০), রশিদুল ইসলাম (৩০), রোজিনা বেগম (২৮), মোফাজ্জেল হোসেন (৫০), নন্দ (৩৫) ও রিপন (৩২)।

আহতদের মধ্যে রোজিনা বেগম ও রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, ‘দুর্ঘটনায় মোট ১০ জন হতাহত হয়েছেন। এদের মধ্যে দুই জন ঘটনাস্থলে নিহত হয়েছে। বাকি আট জনের মধ্যে দুই জনকে যশোরে রেফার্ড করা হয়েছে। ছয় জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।’

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেয়াবাগান এলাকায়  একটি দ্রুত গামী গড়াই পরিবহন একটি ইজিবাইকে  চাপা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন- 


নায়ক হতে এসে 'পাইরেসি সম্রাট'

/এফএস/