চাঁদাবাজি বেড়ে যাওয়ায় যশোরের মাছ ব্যবসায়ীরা ধর্মঘটে

স্থানীয় কতিপয় চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ের মাছ ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়।Jessore-Pic-21.10.16-2

মাছ ব্যবসায়ী আক্কাস আলী, আব্দুল জলিল, উত্তম, আমির আলী প্রমুখ অভিযোগ করেন- তারা দীর্ঘদিন এই বাজারে মাছ বিক্রি করে আসছেন। ব্যবসার ক্ষেত্রে স্থানীয় চাঁদাবাজ হিরো, নান্নুসহ কয়েকজন তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে থাকে। দোকান প্রতি ২০ থেকে একশ’ টাকা হারে তাদের প্রতিদিন টাকা দিতে হয়।

তাদের অভিযোগ, চাঁদাবাজরা তাদের ইচ্ছেমত কিছু লোককে ৫ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা নিয়ে এই বাজারে বসায়। ১০-১৫ দিন ফের তাকে উঠিয়ে নতুন করে আরেকজনের কাছ থেকে সমপরিমাণ বা বেশি টাকা নিয়ে তাকে বসিয়ে দেয়।
মাছ বাজারে অর্ধশতাধিক ব্যবসায়ী নিয়মিত মাছ বিক্রি করে আসছেন। সম্প্রতি ওই চাঁদাবাজদের নতুন নতুন অত্যাচারে তারা অতিষ্ঠ।

মাছ ব্যবসায়ীরা বলেন, অনতিবিলম্বে এইসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা এই বাজারে আর মাছ বিক্রি করেবে না।

কোতোয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, কেউ তাকে এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/