খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী দলের সদস্য নিহত

খুলনাখুলনার ফুলতলা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য বেল্লাল নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশি শাটারগান, বন্দুকের দুই রাউন্ড গুলি ও ৪টি বোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে উপজেলার দামোদর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বেল্লালের বাড়ি ফুলতলা উপজেলার যুগ্মিপাশা এলাকায়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, ভোরে দামোদর ইউনিয়নে পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিল। পথে গাড়াখোলা গ্রামের মুক্তিস্বরী এলাকায় চরমপন্থী দলের সদস্যদের দেখে দাঁড়ানোর সংকেত দেয় পুলিশ। এসময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা জবাবে গুলি ছোড়ে। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে বেল্লালকে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ ফুলতলা থানা থেকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিহত বেল্লালের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ ৯টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি আসাদুজ্জামান মুন্সি।

/এমডিপি/