চুয়াডাঙ্গায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

-চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের বড় বলদিয়া গ্রামে আসেরা খাতুনকে (৩৮) গলাটিপে হত্যা করার অভিযোগ ওঠেছে স্বামী সিরাজুল ইসলাম কামড়ির(৫০) বিরুদ্ধে। শুক্রবার (২৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজুলকে আটক করেছে পুলিশ।
নিহত আসেরা খাতুন উপজেলার বড়বলদিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের মৃত ইউসুফ মণ্ডল ওরফে ভোদের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ ঘরের বিছানায় সিরাজুল ইসলাম তার স্ত্রী আসেরা খাতুনকে গলাটিপে হত্যা করে লেপ চাপা দিয়ে রাখে। সকালে তার স্ত্রী মারা গেছে বলে এলাকাবাসীকে জানায় সিরাজুল। এলাকাবাসী গলাটিপে হত্যা করা লাশ দেখে সন্দেহ হলে সিরাজুলকে আটক করে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এসময় এলাকাবাসী ঘাতক সিরাজুলকে পুলিশের কাছে সোপর্দ করে।
নিহতের ছোট ভাই মোহাম্মদ আলী জানায়, পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার বোনকে হত্যা করেছে।

দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পারিবারিক কলহের জের ধরে তাকে গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে। নিহতের গালে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।
/এআর/