ঝিনাইদহে নকল চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ

1472898410928ঝিনাইদহ শহরের পৌর এলাকার কোরাপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নকল চিকিৎসা সহায়ক উপকরণ জব্দ করেছে। মঙ্গলবার বিকেলে এই অভিযান চালায় জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন জানতে পারে শহরের কোরাপাড়ায় অবৈধভাবে স্যানিটারি ন্যাপকিন, কটন ও বেল্ট তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির সেখানে অভিযান চালান।

অভিযানকালে স্যানিটারি ন্যাপকিন, কটন, বেল্ট তৈরির উপকরণ জব্দ করেন তিনি। এই সময় মালিক মজনু মিয়া পলাতক থাকায় তার স্ত্রী নার্গিস বেগমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এফএইচএম/