মেহেরপুরে ইজিবাইক চালককে হত্যা: প্রধান আসামিসহ আটক ৫

মেহেরপুরে চাঞ্চল্যকর ইজিবাইক চালক খোকন খাঁ হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।Meherpur--five-killer-Arrest-Pic

আটককৃতরা হলেন- সদর উপজেলার গোপালপুর রামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন (২৮),জিন্নাহ আলীর ছেলে মামুন (২২), আজিমদ্দিনের ছেলে ওয়াসিম শেখ (২৪), কুষ্টিয়া জেলার খলিসাকুণ্ডি গ্রামের সাত্তার আলীর ছেলে ফিরোজ আলী (২৩) ও খাইবার হোসেনের ছেলে কাবুল হোসেন (২৬)।

বুধবার বেলা ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনিছুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৮ অক্টোবর মেহেরপুর শহরের ইজিবাইক চালক খোকনকে কয়েকজন ছিনতাইকারী তার ইজিবাইক ভাড়া করে সদর উপজেলার টেংরামারী মাঠ নিয়ে যায়। পরে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে হাত পা বেঁধে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে তারা।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোকেয়া আক্তার রুমা সদর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। পরে পুলিশ হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি আলমগীরকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি আসামিদের কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদের আটক ও ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধার করে সদর থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। বুধবার আটককৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মেহেরপুরে টেংরামারী মাঠ থেকে হাত পা বাঁধা অবস্থায় খোকন খাঁ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত খোকন মেহেরপুর শহরের হোটেল বাজার পাড়ার জলিল খাঁর ছেলে।

/এআর/