বঙ্গোপসাগরে জলদস্যুর হাতে ‘৫ জেলে’ অপহৃত

সাতক্ষীরা জেলাসাতক্ষীরা পশ্চিম সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের ১নং বিয়ালা কয়ালা এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহিনী। বিনবিভাগ সূত্রে এ তথ্য জানা যায়। এদিকে অপহৃতদের মধ্য থেকে ফিরে এসে এক জেলে বলছেন ৬০ জেলেকে অপহরণ করেছে দস্যুবাহিনী।
এর আগে, ৩০ নভেম্বর দস্যু আলিম বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে যায়।
অপহৃতদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাকুড়িয়া গ্রামের চন্দ্রলাল দাস, দন্ত লাল দাস ও একই গ্রামের হরিচন্দ্র দাস, পটুয়াখালী জেলার কলাপাড়ার জান্দাল মোল্লা ও আলম মিয়ার নাম জানা গেছে।
তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে সন্দুলাল দাস রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ কর্মীদের জানান, তার পাঁচ সঙ্গীকে দস্যু আলিম বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে গেছে। শুধু তার সঙ্গীদেরই নয়, আলিম বাহিনী অন্তত ৬০জন জেলেকে মুক্তিপণের দাবিতে তুলে নিয়ে গেছে বলে জানান তিনি। অপহৃতদের বাড়ি চট্টগ্রাম, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বলেও জানান সন্দুলাল দাস।
এদিকে খুলনা বিভাগীয় বন সংরক্ষক সাইদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, দস্যু আলিম বাহিনী গত ৩১ তারিখে মুক্তিপণের দাবীতে ৬ জেলেকে অপহরণ করে। পরে মুক্তিপণ দিয়ে এক জেলে ফিরে এসেছে।

/এইচকে/