সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত

বাগেরহাটপূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের উরুবাড়িয়া খালে র‌্যাব -৮ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

র‌্যাব কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে বনদস্যুদের ব্যবহৃত ১১ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে বনদস্যুদের নাম ঠিকানা জানা যায়নি।

র‌্যাব ৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধমুখী এলাকার বাদামতলী খালে র‌্যাব-৮ এর একটি দল টহলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে বনস্যুরা গুলিবর্ষণ শুরু করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।

এসময় বনের মধ্যে তল্লাশি চালিয়ে ২টি মৃতদেহ এবং ১১টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

মেজর আদনান কবির আরও জানান, উদ্ধারকৃত মৃতদেহ, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- 

ভেস্তে গেছে রোহিঙ্গা শুমারির কার্যক্রম!
শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা

/এফএস/