ভারত থেকে বেনাপোলে পৌঁছেছে প্রাথমিকের ২০ লাখ বই

 

বেনাপোল বন্দরভারতে ছাপা হওয়া ২০ লাখ ১৩ হাজার ৬শ’ কপি পাঠ্যবই যশোরের বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছেছে। আগামী বছর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এসব বই বিতরণ করা হবে।

২০১৭ শিক্ষাবর্ষের বইগুলো সারাদেশে বিতরণ করা হবে। মঙ্গলবার থেকে বেনাপোল স্থলবন্দরের ২৭ ও ২৮ নম্বর শেড থেকে এসব বই বন্দর থেকে খালাসের প্রক্রিয়া হয়েছে।

বেনাপোলের ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বন্দর থেকে এই সব বই ছাড় করানোর কাজ করছেন। তিনি জানান, এ যাবৎ ১১ ট্রাক বইয়ের প্রথম চালান বেনাপোল বন্দর ছেড়ে দেশের বিভিন্ন উপজেলার উদ্দেশে রওনা হয়েছে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে সব বই ভারত থেকে চলে আসবে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হবে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭ কপি বইয়ের মধ্যে দুটি চালানে ২০ লাখ ১৩ হাজার ৬শ’ কপি বই বন্দরে এসে পৌঁছেছে। ইতোমধ্যে  কিছু কিছু বই বন্দর থেকে খালাস শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে এসব বই ছাপাতে দ্বিগুণ খরচ পড়ায় ভারত থেকে কম খরচে বই ছাপিয়ে আনা হচ্ছে। আগামী ১ জানুয়ারি বিনামূল্যে এই বই বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন- 

ভেস্তে গেছে রোহিঙ্গা শুমারির কার্যক্রম!

শিশুর শরীরের ১০ শতাংশের বেশি ওজনের স্কুলব্যাগ বহনে নিষেধাজ্ঞা

/এফএস/