কুষ্টিয়া মুক্ত দিবস পালিত

কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে র‌্যালিআজ ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়। দিবসটি উপলক্ষে রবিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান।

পরে পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দেন। এরপর জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসহ নানা অনুষ্ঠান হয়।

/বিটি/