বাগেরহাটে উন্নয়নের শপথ নিলেন পরাজিত প্রার্থীরা

উন্নয়নের শপথ নেওয়া পরাজিত প্রার্থীরা

বাগেরহাটে সম্মিলিত ভাবে এলাকার উন্নয়নে শপথ নিলেন জেলা পরিষদ নির্বাচনে পরাজিত কয়েকজন সদস্য প্রার্থী। শুক্রবার জুমার নামাজের পর বাগেরহাট সদর উপজেলার মাথাভাঙ্গা এলাকায় জেলা পরিষদ নির্বাচনে পরাজিত সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বুলুর বাড়িতে দুপুরের ভোজের পর তারা এ শপথ নেন তারা।

এসময় বাগেরহাট জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বুলু, দিপংকর দাস, অ্যাডভোকেট সরদার ইলিয়াস ও সরদার শুকুর আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনে পরাজয়ের পর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনেরা।

এ বিষয়ে বাগেরহাট জেল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, পরাজয়ের পরও এক সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার নিঃসন্দেহে মহতী উদ্যোগ। সকল প্রার্থীরা এভাবে দেশের কল্যাণে ভূমিকা রাখলে পরস্পরের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আয়োজন মোস্তাফিজুর রহমান বুলু বাংলা ট্রিবিউনকে বলেন, জয়-পরাজয় থাকবে। নির্বাচন বা কোনও প্রতিদ্বন্দ্বিতায় সবাই বিজয়ী হবে না। কিন্তু প্রতিদ্বন্দ্বী কখনই প্রতিপক্ষ নয়। এ জন্য সকল প্রতিদ্বন্দ্বী ও বিশিষ্টজনদের বাড়িতে দাওয়াত করেছিলাম। যেন সকল ভেদাভেদ ভুলে এলাকার উন্নয়নে কাজ করতে পারি। আমরা সকলে এ বিষয়ে একমত হয়েছি।

/ এইচকে/