আত্মসমর্পণের পর বনদস্যু খোকা বাবু বাহিনীর ১২ সদস্য জামিনে মুক্ত

বাগেরহাটসুন্দরবনের বনদস্যু বাহিনী প্রধান খোকা বাবুসহ ১২ সদস্যকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জামিন লাভের পর সন্ধ্যায় বাগেরহাট কারাগার থেকে মুক্তি পেয়ে বের হন তারা ।

বাগেরহাট কারাগারের ডেপুটি জেলার রাসেল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুন্দরবনে বনদস্যু বাহিনী প্রধান খোকা বাবুসহ তার বাহিনীর ১২ সদস্য গত ২৮ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে ২২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৩ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন। প্রায় দেড়মাস আইনি প্রক্রিয়া শেষে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করলে  খোকা বাবুসহ বাহিনীর ১২ সদস্য সন্ধ্যায় বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তি পান। মুক্তিপ্রাপ্ত বনদস্যুদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলায়।

/বিটি/