আ.লীগ নেতার বিরুদ্ধে জাসদ নেতার স্ত্রীর পাল্টা মামলা

নিহত আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবুকুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান মিলনের স্ত্রী হামিদা খাতুন ডলি স্থানীয় আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে আসামি করে মামলা দায়ের করেছেন। রবিবার রাতে মিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবু হত্যার ঘটনার মশিউর রহমান মিলনের নামে মামলা দায়েরের পর তার স্ত্রী হামিদা খাতুন ডলি স্থানীয় আওয়ামী লীগ নেতাকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন। মামলায় মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার স্ত্রী হামিদা খাতুন ডলি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুলকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও এজাহারে আরও ২৮ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রবিবার সকালে আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমান সাবু হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই হাবিবুর রহমান বাদী হয়ে জাসদ নেতা মশিউর রহমান মিলনকে প্রধান আসামি করে ১২জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়। এর কয়েক ঘণ্টা পরেই আওয়ামী লীগ নেতাকে আসামি করে পাল্টা মামলা দায়ের করলেন ওই মামলার আসামির স্ত্রী।

/এমও/