নির্বাচনকালীন সরকারের প্রস্তাব মনগড়া: তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় মিরপুর বর্ডার গার্ড বাংলাদেশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুঅনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিধান বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া ও বাংলাদেশকে সংকটে ফেলার প্রস্তাব। তাই সংবিধান বহির্ভূত কোনও বিষয় নিয়ে সংলাপ হতে পারে না।’  শনিবার (২১জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিককের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন করার অধিকার সবার আছে। আন্দোলনের নামে অতীতের মতো কেউ যেন আগুন যুদ্ধ, জঙ্গিদের উস্কানি বা নাশকতায়  লিপ্ত না হয়।’ তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বিএনপির ইতিহাস হলো অন্তর্ঘাত, আগুনযুদ্ধ ও জঙ্গিবাদের উস্কানির ইতিহাস। আশা করি, তারা অতীত থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের বুলি আওড়াতে আওড়াতে দেশকে আগুন যুদ্ধের দিকে ঠেলে দেবে না।’

অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল মাহাবুবর রহমান, সিও লে. কর্নেল শহিদুল ইসলাম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

 /এমএনএইচ/