বাগেরহাটে ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণ

Bagerhat Photo( 23.03.2017)বাগেরহাটের চিতলমারীতে প্রান্তিক জনগোষ্ঠিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ১০ টাকা হিসাবধারীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আবুল বাশার।

চিতলমারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট অঞ্চলের অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সহকারী ব্যবস্থাপক মানস কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস, খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ সাদেক, কৃষি ব্যাংক এর উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, রূপালী ব্যংকের উপ-মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান, পূবালী ব্যংকের উপ-মহাব্যবস্থাপক নরেশ চন্দ্র বসাক, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাইদ প্রমুখ।

অনুষ্ঠানে ১৩টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১০৬ জনকে ৩৭ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

/বিএল/