এসিডের ড্রাম ফেটে বেনাপোল বন্দরে ৮ শ্রমিক আহত

বেনাপোল বন্দরের ৩৮ নম্বর শেডে সালফিউরিক এসিড ভর্তি ড্রাম খালাসের সময় ফেটে গিয়ে ৮ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বেনাপোল বন্দরদুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকটাপন্ন। তারা হলেন- বেনাপোলের বৃত্তি আঁচড়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে ইয়াকুব আলী (৪০) ও খড়িডাঙ্গা গ্রামের মফিজ উনিদ্দনের ছেলে আশরাফ উদ্দিন (৩২)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর শ্রমিকদের সভাপতি কলি মোল্লা জানান, সন্ধ্যায় সালফিউরিক এসিডের ড্রাম ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোড দেওয়ার সময় একটি ড্রাম নিচে পড়ে ফেটে যায়। এতে কর্মরত শ্রমিকদের শরীরে এসিড লেগে পুড়ে যায়। এর মধ্যে ইয়াকুব এবং আশরাফ ফেটে যাওয়া ড্রামের পাশে থাকায় তাদের শরীরে এসিড বেশি পরিমানে লাগে।

তখন তাদের দু’জনকে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার জন্য বলেন। সঙ্গে সঙ্গে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে, বলেও জানান এই সভাপতি।

/এমও/