উৎপাদন, সেবা সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে: কাজী নাবিল আহমেদ

যশোরে ভ্যাট রেজিস্ট্রেশন মেলা উপলক্ষে মতবিনিময় সভায় কাজী নাবিল আহমেদযশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন,‘অর্থনীতির বিশেষজ্ঞ, বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নত দেশগুলোর চোখে বাংলাদেশ এখন এমার্জিং টাইগার। আমাদের দেশ উৎপাদন, সেবা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে যেতে হবে। আর এ কারণেই বর্তমান সরকার নতুন ভ্যাট আইন করেছে।’

নতুন ভ্যাট আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে যশোরে তিনদিনব্যাপী ভ্যাট রেজিস্ট্রেশন মেলা উপলক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার (১৮ মে) সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোর অফিসে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘কর দেওয়ার কারণে রাষ্ট্রের কাছে আমাদের অধিকার জন্ম নেয়; আর অধিকারের সঙ্গে দায়িত্বের রয়েছে নিবিড় সম্পর্ক। আধুনিক রাষ্ট্রে যেমন নাগরিকের অধিকার রয়েছে, তেমনি নাগরিকেরও অন্যতম দায়িত্ব হচ্ছে নিয়মিত কর পরিশোধ করা।’

বর্তমান সরকারের পদ্মা সেতু, ফ্লাইওভার, রাস্তাসহ বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘কর দেওয়ার কারণেই আমরা রূপকল্প ২০২১ সালের দিকে এগিয়ে যাচ্ছি।’

ভ্যাট সম্পর্কে ভয়ের কিছু নেই জানিয়ে অনুষ্ঠানের সভাপতি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীদের ক্ষমতায়ন ও স্বাধীনতা দেওয়া হয়েছে।  ভ্যাট কর্মকর্তাদের দায়বদ্ধতা রয়েছে।’

আগামী ১ জুন জাতীয় সংসদ এই আইন ঘোষণা করা হবে।  ৩০ জুনের মধ্যে সবার ভ্যাট রেজিস্ট্রেশন শেষ করার আহ্বান জানান নজিবুর রহমান। তিনি বলেন, ‘এই আইনের ফলে জনগণ ও ব্যবসায়ীরা জিতবে এবং দেশের রাজস্ব বাড়বে।’

মেলায় ভ্যাট রেজিস্ট্রেশনকারী যশোর, ঝিনাইদহ, ফরিদপুর, মাগুরা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রথম ১০ জনকে সম্মাননা সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য সুলতান মোহাম্মদ ইকবাল, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, ঝিনাইদহ চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মীর নাসিরুদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি কাজী নাবিল আহমেদ, এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অতিথিরা বেলুন উড়িয়ে ১৮ থেকে ২০ মে তিন দিনব্যাপী রেজিস্ট্রেশন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

/বিএল/এফএস/ 

আরও পড়ুন:
আমি নিজের চোখে আপনাদের দেখতে এসেছি: প্রধানমন্ত্রী