শ্যামনগরে নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি নদী থেকে চিংড়ি রেণু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়াছিন গাজী (৩৫)। বুধবার (২১ জুন) সকালে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ইয়াছিনকে কুপিয়ে হত্যার পর নদীতে ফেলে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইয়াসিন গাজী উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে।
নিহতের চাচা ফজলু গাজী বলেন, আমার ভাইপো চিংড়ি রেণুর ব্যবসা করতো। একই এলাকার ফারুক, বিল্লাল ও মনিরের সঙ্গে ব্যবসায়ীক লেনদেন জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে পরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, ইয়াছিন স্থানীয় কয়েকজনের কাছে টাকা পেত। গত সোমবার রাতে তাকে ওই এলাকার ফারুক, বিল্লাল ও মনির নামে তিনজন ডেকে নিয়ে যার। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার সকালে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, ইয়াছিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ঘটনায় জড়িত মনিরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক মনির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যদের আটক করতে পুলিশি অভিযান চলছে।
/এআর/