বনের হরিণ বনে ছেড়ে দিলো বনবিভাগ

ফাইল ছবিসুন্দরবনের একটি চিত্রল হরিণ লোকালয় থেকে উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। বুধবার (২৮ জুন) সকালে মংলার চিলা বাজার থেকে হরিণ উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী কর্মকর্তা (এসিএফ) মো. মেহেদীজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, চিলা বাজারে সুন্দরবনের একটি চিত্রল হরিণ অবস্থান করছে লোকমুখে এ খবর পেয়ে কয়েকজন বনরক্ষী সেখানে ছুটে যান। পরে সেটিকে উদ্ধার করে আনা হয়।

তিনি জানান, গরু, ছাগল অথবা ভেড়ার পালের সঙ্গে হয়ত এ হরিণটি সুন্দরবন থেকে চলে এসেছে। হরিণটি সুন্দরবনের একমাত্র প্রজনন কেন্দ্র করমজলে অবমুক্ত করা হয়েছে বলেও জানান বনকর্মকর্তা মেহেদীজ্জামান।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে চিলা বাজারের এক বাসিন্দা জানান, পাচারের উদ্দেশ্যে একটি চক্র সুন্দরবন থেকে এ হরিণটি ধরে নিয়ে আসে। পরে বনবিভাগ খবর পেলে হরিণটি লোকালয়ে ছেড়ে দেওয়া হয়।

/বিএল/