কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা ফেরত দিলেন পুলিশ কনস্টেবল






যশোরে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা ফেরত দিলেন পুলিশ কনস্টেবলরাস্তায় কুড়িয়ে পাওয়া এক লাখ টাকা তার মালিককে ফেরত দিয়েছেন যশোরের চাঁচড়া ফাঁড়ির পুলিশ কনস্টেবল আব্দুল গণি। বুধবার (১৯ জুলাই) বিকালে যশোর কোতোয়ালি থানায় পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে এই টাকা আব্দুর রহিম নামের একজনের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বিকালে যশোরের একটি দোকানের সামনে আব্দুর রহিম একটি ব্যাগে থাকা এক লাখ টাকা হারিয়ে ফেলেছিলেন।  





আব্দুর রহিম নড়াইল জেলা শহরের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা এবং নড়াইল রেজিস্ট্রি অফিসের একজন দলিল লেখক। তার বাবার নাম মুন্নু শেখ। তিনি জানান, ১৮ জুলাই বিকালে তিনি যশোরে আসেন একটি সেকেন্ডহ্যান্ড মোটরসাইকেল কিনতে। যশোর শহরের রেল রোড টিবি ক্লিনিক মোড়ে অমল মোটরসাইকেল গ্যারেজে থাকা পুরনো মোটরসাইকেল দেখছিলেন তিনি। তার কোমরে একটি ছোট ব্যাগের ভেতরে ছিল এক লাখ টাকা। অসাবধানতাবশত তার কোমর থেকে ব্যাগটি পড়ে যায়। পরে টাকার ব্যাগ না পেয়ে তিনি আশপাশে খোঁজখবর শুরু করেন।তার সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও খুঁজতে থাকেন। কিন্তু ব্যাগটি পাওয়া যায়নি।
তাদের খোঁজাখুজি দেখে সেখানে থাকা পুলিশ কনস্টেবল (নম্বর -৪১৮) আব্দুল গণি তাকে জিজ্ঞেস করেন, কী খোঁজাখুজি হচ্ছে। রহিম তার এক লাখ টাকা হারিয়ে গেছে জানালে তিনি বলেন, টাকার ব্যাগ পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ দিযে তিনি টাকাটা নিয়ে যেতে বলেন।
পুলিশ কনস্টেবল আব্দুল গণি বলেন, ‘টাকা পাওয়ার বিষয়টি আমি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে জানাই। এসপি আমাকে প্রমাণসাপেক্ষ টাকাটা দিয়ে দেওয়ার নির্দেশ দেন।’
বুধবার বিকালে যশোর কোতোয়ালি থানায় ইন্সপেক্টর (অপারেশন) শামসুদ্দোহা, এসআই মঞ্জুরুল ইসলামসহ অন্য অফিসারদের উপস্থিতিতে ওই এক লাখ টাকা আব্দুর রহিমের হাতে তুলে দেন।
/এফএস/ 

আরও পড়ুন- সিটি নির্বাচনে আইভীর মতো জনপ্রিয় প্রার্থী খুঁজছে আ. লীগ