প্রেশার কুকারে রিমোট কন্ট্রোল বোমা, পুলিশের ধারণা নাশকতার নতুন কৌশল


প্রেশার কুকারে রিমোট কন্ট্রোল বোমাখুলনার ডুমুরিয়া উপজেলার ঘোনা বান্দা এলাকায় প্রেশার কুকারের মধ্যে রাখা রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস ধারণা করছেন, নাশকতার উদ্দেশ্যে নতুন কৌশল হিসেবে এ ঘটনা ঘটানো হয়েছে।

ওসি জানান, ‘ঘোনা বান্দা এলাকায় জ্যোতিন্দ্র নাথ বিশ্বাসের চায়ের দোকানে বৃহস্পতিবার রাত ৯টার দিকে কিছু লোক বসেছিলেন। এ সময় এক যুবক সেখানে যায়। সেখানে চা পান শেষে ওই যুবক তার হাতে থাকা একটি ব্যাগের মধ্য থেকে প্রেশার কুকার বের করে তা দোকানে রাখতে বলে। পরে সিগারেট আনার কথা বলে সে পাশের একটি দোকানের দিকে যায়। ২০ মিনিট পর সেখানে একটি বিকট শব্দ হয়। এ খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং প্রেশার কুকারের মধ্যে বোমা বিস্ফোরণের আলামত পায়।’


তিনি আরও বলেন, ‘রিমোট কন্ট্রোল দিয়ে প্রেশার কুকারের মধ্যে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বোমার আঘাতে প্রেশার কুকারে ঢাকনা সামান্য বেঁকে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ বের হয়। প্রেশার কুকারের মধ্য থেকে ঘড়ির যন্ত্রাংশ ও বোমা তৈরির বিভিন্ন উপাদান পাওয়া গেছে।’

/এআর/এফএস/