মাগুরায় সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

মাগুরাজমি দখলের ঘটনায় মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গ্রামে সংখ্যালঘু পরিবারের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।

হামলার শিকার রমেন রজক স্থানীয় সাংবাদিকরেদর কাছে লিখিত অভিযোগে জানান, পুলুম বাজারের কাছে তার ২ শতক  পৈত্রিক  জমি জবর দখল করতে সন্ত্রাসীরা চেষ্টা চালিয়ে আসছিল। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানকে একটি লিখিত অভিযোগ করলে চেয়ারম্যানসহ এলাকার লোকজন সার্ভেয়ার আমিন দিয়ে মেপে তাকে ২ শতক  জমি বুঝিয়ে দেয়। বুধবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে সেই জমিতে একটি টিনের ঘর উঠাতে গেলে একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে কামরুজ্জামান কারফু ও খাইরুল ইসলামসহ দুর্বৃত্তরা তার মা, বাবাসহ পরিবারের সব সদস্যদের কাঠের চলা ও লাঠি দিয়ে আঘাত করে। ঘর নির্মাণের চেষ্টা করলে হাত পা ভেঙে দেওয়াসহ ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

গঙ্গরামপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফিরোজ হোসেন বলেন, ‘ওই জমি আমি নিজে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমিন দিয়ে সীমানা নির্ধারণ করে রমেন রজককে বুঝিয়ে দিয়েছিলাম। এরপর জমিতে বুধবার সকালে রমেনের পরিবার ঘর তৈরি করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে বেদম মারপিট করে।’

এ ব্যাপারে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন,‘বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি দুইপক্ষকেই আজ শুক্রবার থানায় আসতে বলেছি। তাদের বক্তব্য শুনে ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/বিএল/