বেনাপোলে ৪টি সোনার বারসহ আটক ২

benapoleবেনাপোলে ৪০০ গ্রাম ওজনের ৪টি সোনার বারসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার সময় বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার চরশাহারা এলাকার আব্দুল গফুর তালুকদারের ছেলে হারুন অল কবির (৪৫) ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার মুল্লিকাচর গ্রামের মৃত সফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩০)।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন হারুন অল কবির ও আরিফুল ইসলাম নামে দুইজন বাংলাদেশি পৃথক দুটি সোনার চালান নিয়ে ভারতে যাবে। এমন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল আগে থেকে চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থান করে। এরপর ওই যাত্রীরা বেনাপোল কাস্টমস- চেকপোস্ট পার হয়ে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয় । পরে তাদের শরীর তল্লাশি করে দুটি করে মোট চারটি সোনার বার পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার বার বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে। আর আসামি দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
/এআর/