বেনাপোলে ২২৫ ভরি রূপার গহনাসহ আটক ১

বেনাপোলে উদ্ধার হওয়ার ২২৫ ভরি রূপার গহনা বেনোপোল সীমান্তে ভারত থেকে আসা সেলিম গাজী নামে এক যাত্রীর কাছ থেকে ২২৫ ভরি ওজনের রূপার গহনা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তার বাড়ি চাঁদপুরের বিষ্ণপুর গ্রামে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালে বিজিবির চেকিংয়ের সময় তার কাছ থেকে এ পরিমাণ রূপার গহনা উদ্ধার করা হয়।

বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাংলাদেশি এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ রূপার তৈরি গহনার একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ওই যাত্রী প্যাসেঞ্জার টার্মিনালের বিজিবির চৌকিতে আসলে আরআইবির সদস্য ও বিজিবির সৈনিক ছিদ্দিক তার একটি হ্যান্ড ব্যাগ তল্লাশি করে ২৫৫ ভরি রূপার তৈরি গহনা পায়।এ সময় তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

/এসটি/