বেনাপোলে আটকে থাকা সাড়ে নয় হাজার মে.টন চাল খালাস শুরু

benapole-bg1বেনাপোলে চালের আমদানি শুল্ক দুই শতাংশের সরকারি প্রজ্ঞাপন বেনাপোল কাস্টম হাউজে আসার পর আটকে থাকা সাড়ে নয় হাজার মেট্রিক টন চাল খালাস শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট ) সন্ধ্যা থেকে পুরোদমে চাল খালাস শুরু হয়।



আমদানিকারকরা গত সাত দিন থেকে আমদানিকৃত চাল খালাস বন্ধ রেখেছিল। ফলে বেনাপোল স্থলবন্দরে চাল বোঝাই ট্রাক বন্দরের ভিতরে ও রাস্তায় দাঁড়িয়ে ছিল। বেনাপোলে বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দাঁড়িয়ে আছে কয়েকশ’ চাল বোঝাই ট্রাক।
এদিকে গত ৮ আগস্ট ১ হাজার ২৩০ মেট্রিক টন, ৯ আগস্ট ৬৬৭ মে.টন, ১০ আগস্ট ৮৯৮ মে.টন, ১২ আগস্ট ১০০ টন, ১৩ আগস্ট ৩ হাজার ৭৬৬ মে. টন, ১৬ আগস্ট ১ হাজার ১৯৯ মে.টন ও ১৭ আগস্ট ১ হাজার ৬০০ মে.টন চাল আমদানি হয়েছে। অর্থাৎ গত ৭ দিনে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৯ হাজার মে. টন চাল আমদানি হয়েছে।
গত বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা কমিটির বৈঠকে চালের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তের কথা জানানো হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় জাতীয় রাজস্ব বোর্ড থেকে প্রজ্ঞাপনপত্র আসার পর থেকে চাল খালাস শুরু করেন আমদানিকারকরা।
খাদ্য সংকট কাটাতে সরকার চালের আমদানি শুল্ক গত ২২ জুন ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করায় দেশের স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে চাল আমদানি বেড়ে যায়।
১ আগস্ট বেনাপোল বন্দরে ‘সাত দিন ২৪ ঘণ্টা’ খোলা রাখার কার্যক্রম চালু হলে এই বন্দর দিয়ে চাল আমদানি বেড়ে যায়। গত সাত দিনে এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার মেট্রিক টন।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. শওকাত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, চালের শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। এ সংক্রান্ত একটি পত্র জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু ২৪ ঘণ্টা কাস্টম হাউজ ও বন্দর খোলা আছে, সেহেতু আমদানিকারকদের চাল খালাস করতে কোনও সমস্যা হবে না।
/এআর/