মানববন্ধনে বার্মিজ পণ্য বর্জনের দাবি, সু চি'র কুশপুত্তলিকা দাহ


রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধনমিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। মানবন্ধন থেকে দেশবাসীকে বার্মিজ পণ্য বর্জন করার দাবি জানানো হয়। এছাড়া মিয়ানমারের নেত্রী অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। 
যশোরবাসীর ব্যানারে রবিবার সকাল ১০টায় শহরের দড়াটানা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

IMG_9002-2
ঘণ্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকার সংগঠন রাইটস যশোর,জাতীয় ইমাম সমিতি,আহ্বান,ফারিয়া,দোলন,ছড়া সংসদ,যশোর কম্পিউটার সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। 
এসময় নেকারা মিয়ানমারের আরাকানে নিপীড়ন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একইসঙ্গে মিয়ানমারকে যেসব দেশ অস্ত্র সরবরাহ ও মদদ দিচ্ছে তাদের এ পথ থেকে সরে আসার আহ্বান জানান। 

সু চির কুশপুত্তলিকা দাহ করা হয়
মানববন্ধন চলাকালে মিয়ানমার থেকে আমদানিকৃত চাল রক্তে ভেজা উল্লেখ করে তা প্রত্যাখান করা হয় এবং সু চির কুশপুত্তলিকা দাহ করা হয়।